ভুটানকে ৮ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

ভুটানকে ৮ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। আসরের উদ্বোধনী ম্যাচে ভুটনাকে ভাসিয়েছে গোলবন্যায়।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশের মেয়েরা ম্যাচটি জিতে নিয়েছে ৮-০ গোলে।

হ্যাটট্রিক করেছেন সুরভি আকন্দ। জোড়া গোল করেন উমেহ্লা মারমা। একটি করে গোল থুইনু মারমা, জয়নব বিবি রিতা, কানন রানী বাহাদুরের।

মেয়েদের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের প্রথম আসর বসেছিল ২০১৭ সালে। ঢাকায় অনুষ্ঠিত সেই আসরে শিরোপা জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশের মেয়েরা। তবে পরের দুই আসরে ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা জেতা হয়নি।

করোনার কারণে দুই বছরের বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আসর। তবে গত দুইবারের চ্যাম্পিয়ন ভারত নেই এবার। তাই তিন দলের এই আসরে বাংলাদেশই ফেভারিট। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের শুরুটাও হলো দারুণ।

তিন দলের আসর বলে এবার ফরম্যাটে আনা হয়েছে পরিবর্তন। ডাবল লেগ পদ্ধতিতে প্রতিটি দল একে অপরের দুবার করে মুখোমুখি হবে। রাউন্ড রবিন লিগ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী পাবে শিরোপা।