ভোজ্যতেলের আমদানি স্তরে ভ্যাট কমলো ১০ শতাংশ

ভোজ্যতেলের আমদানি স্তরে ভ্যাট কমলো ১০ শতাংশ

আসন্ন রমজানে ভোক্তা পর্যায়ে ভোজ্যতেলের (সয়াবিন ও পাম অয়েল) দাম সহনীয় পর্যায়ে উৎপাদন ও ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) পুরোপুরি প্রত্যাহারের পর এবার আমদানি স্তরেও এই কর কমানো হলো।

ভোজ্যতেলের আমদানি স্তরে ভ্যাট ছিল ১৫ শতাংশ। তা ১০ শতাংশ কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একই দিন থেকে তা কার্যকর করা হয়েছে। এই সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দু’দিন আগে আমদানি স্তরে ভ্যাট কমানোর সিদ্ধান্তের কথা জানান। প্রজ্ঞাপন জারি করে সেই সিদ্ধান্ত কার্যকর করল জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।

এর আগে উৎপাদন স্তরে ১৫ ও ভোক্তা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট তুলে নেয়া হয়। এখন আমদানি স্তরেও ১০ শতাংশ কমানো হয়।

সে হিসাবে ভোজ্যতেলে মোট কর কমল ৩০ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যটির ওপর এখন মাত্র ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে বলে এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার জনস্বার্থে পরিশোধিত সয়াবিন তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে।