ভোলায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ভোলায় ট্রলারডুবি, বাবা-ছেলে নিখোঁজ

ভোলার রাজাপুরের মেঘনার জোড়খাল এলাকায় পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৫ জনকে।

গতকাল রোববার রাতে ভোলা সদর উপজেলার রাজাপুরের মেঘনা নদীর জোরখাল এলাকায় তীব্র স্রোতে ট্রলারটি ডুবে যায়। ইলিশা নৌ-থানার পরিদর্শক বিদ্যুৎ কুমার ঘোষ এ সব তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলেন– রাজ্জাক সর্দার ও তার ছেলে পারভেজ সর্দার। জীবিত উদ্ধার হওয়া এবং নিখোঁজ ব্যক্তিরা সকলেই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।

বিদ্যুৎ কুমার ঘোষ জানান, ট্রলারটি ভাঙ্গারি মালমাল নিয়ে বরিশালের মেহেন্দীগঞ্জ যাচ্ছিল। দুর্ঘটনার পর নৌ–পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায়। কিন্ত গভীর অন্ধকার ও প্রচণ্ড শীতের কারণে উদ্ধার অভিযান পরিচালনা করতে পারেনি। আজ সকালে নৌ–পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করে।