মঠবাড়িয়ায় আওয়ামীলীগ অফিস উদ্বোধন

মঠবাড়িয়ায় আওয়ামীলীগ অফিস উদ্বোধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের নতুন দলীয় অফিসটি দীর্ঘদিন ধরে উদ্বোধনের অপেক্ষায় নেতা কর্মীরা সময়ের প্রহর গুনতে গুনতে যার ইতিটেনে  বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ এর শুভ উদ্বোধন করেন। 

সাবেক এম,পি ডাঃ আনোয়ার হোসেনের আওয়ামীলীগে যোগদানের পর থেকে তিনি তার নিজস্ব ভবনে দলীয় অফিসের কার্যক্রম জোরালো ভাবে চালিয়ে যান। এক পর্যায় তিনি যখন গত সংসদ নির্বাচনে দলীয় প্রতীক থেকে মনোনয়ন বঞ্চিত হন এবং মহাজোটের প্রার্থী ডাঃ রুস্তুম আলী ফরাজী এম,পি নির্বাচিত হওয়ার পর তিনি দলের নেতা কর্মীদের প্রতি ক্ষোভ হতাশা ও না পাওয়ার গ্লানী নিয়ে তার ছোট ভাই মহসিনের কাছে আমেরিকায় চলে যান। আকস্মিক তিনি ওই দলীয় অফিসে সভাপতি সাধারণ সম্পাদককে কোন ধরনের আগাম বার্তা বা নোটিশ না দিয়ে নতুন বিল্ডিংয়ের কাজের অজুহাতে সুকৌশলে সেখানে ইট দিয়ে সম্পূর্ণ অবরুদ্ধ করে দেন। ফলে আওয়ামীলীগ অফিসের চেয়ার টেবিল,আলমিরা সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য করা হয়। দলের আশ্রয়স্থল না থাকায় সে থেকে নেতা কর্মীরা জনবিচ্ছিন্ন হয়ে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে একাধিক স্থানে যে যার মত করে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।দলের সভাপতি রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস তার বাস ভবনে দলীয় কর্মসূচি পালন করলে বিভাজনের কারণে দলের বৃহৎ একটি অংশ সে অফিস থেকে দীর্ঘদিন ধরে বিমুখ ছিল।

উপজেলা আওয়ামীলীগ অফিস সংকটটি জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ আমলে নিয়ে নিজস্ব অর্থায়নে ব্যাংক পাড়া এলাকায় দলীয় কর্মকান্ড পরিচালনা করতে একটি স্থায়ী অফিস ভবন ক্রয় করেন। গতকাল সন্ধ্যায় উপচেপড়া নেতা কর্মীদের উপস্থিতে অফিসের কার্যক্রমের শুভ সুচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব এ কে এম সেলিম মিয়া, পৌর আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, স্থানীয় জাতীয় দৈনিকে কর্মরত গণমাধ্যম কর্মী বৃন্দ।