মঠবাড়িয়ায় ৪ দিনের বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্ট-২০২১ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোববার (২৪ মে) সকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর অফিস কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠতি হয়। মোট চার দিনের এ টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ হবে আগামী ২৮ মে এবং ফাইনাল ৩১ মে। সব ম্যাচ শহীদ মোস্তফা খেলার মাঠে হবে।
আগামী ২৭ মে'র মধ্যে প্রত্যেক ইউনিয়ন থেকে বালক টিমগুলোর জন্য ১৮ সদস্য বিশিষ্ট খেলোয়াড়দের জন্ম সনদ, জেএসসি সনদ,নাম ও ছবি সহ টুর্নামেন্ট পরিচালনা ও ব্যবস্থাপনা উপজেলা কমিটির বরাবর সকল কাগজ পত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। উপজেলা পর্যায়ে এবারে বালিকাদের জন্য কোন খেলার আয়োজন থাকছে না কিন্তু জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উপজেলা থেকে একটি বালিকা টিম পাঠানো হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানা যায়।
আলোচনা সভায় উপস্থিত সকলের মতামত নিয়ে অনূর্ধ্ব ১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বিভিন্ন কমিটি, উপ-কমিটি গঠন করা সহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফু রহমান সিফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস, সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, প্রথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতা নন্দ দাশ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, মঠবাড়িয়া থানার এসআই জাকির হোসেন, পৌর কান্সিলর মতিয়ার রহমান মিলন, মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাবেক খেলোয়াড়সহ সুধি সমাজের লোকজন
উপজেলা সহকারী ভূমি কমিশনার আকাশ কুমার কুন্ডু দৈনিক ভোরের ডাককে জানন,করোনার চলমান পরিস্থিতির কারণে প্রতিটি ম্যাচ ৯০ মিনিটের পরিবর্তে মাত্র ৫০ মিনিটের হবে। কোনভাবেই এ খেলাকে কেন্দ্র করে দর্শক সমাগময়ের আয়োজন করা যাবে না। খেলা শুরুর নির্ধারিত সময়ের ১৫ মিনিট পরে আসলে সে দল সেদিনের খেলায় পরাজিত দল হিসেবে বিবেচিত হবে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের বয়স অবশ্যই ১৭ বছরের বেশি হওয়া যাবে না। সেক্ষেত্রে প্রমাণ স্বরূপ আমরা প্রত্যেকের জন্ম সনদ ও জেএসসি সনদ দেখবো।
আগামী ২৮ মে টিকিকাটা ইউনিয়ন একাদশ ও দাউদখালী ইউনিয়ন একাদশ টিমের খেলার মধ্য দিয়ে টুর্ণামেন্ট শুরু হবে। ফাইনাল ও সেমিফাইনাল বাদে প্রতিদিন একই ভেন্যুতে তিনটি করে ম্যাচ হবে। এবারের টুর্ণামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সহ মোট ১২ টি দল অংশগ্রহণ করবে। ইউনিয়ন পর্যাযের দলগুলো গঠন করবে ওই ইউনিয়নের চেয়ারম্যান।