মহানবী সাঃ কে অবমাননা করায় বরিশালে সমাবেশ ও বিক্ষোভ

মহানবী সাঃ কে অবমাননা করায় বরিশালে সমাবেশ ও বিক্ষোভ


মহানবী হযরত মুহাম্মদ সাঃ ও হযরত আয়েশা সিদ্দিকা রা. কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর।

শুক্রবার (১০ জুন) বিকাল ৩টায় সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল মহানগর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, ৫নং চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতী সৈয়দ মুহাম্মাদ জিয়াউল করীম প্রমুখ।
 
সমাবেশে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেত্রী নূপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার  কর্তৃক মহানবী সাঃ ও আয়েশা সিদ্দিকা রাঃ কে নিয়ে কটুক্তি করে বিজেপি সরকার তাদের মুসলিম বিদ্বেষী  হিংসাত্মক মনোভাব প্রকাশ করে। এছাড়া অবিলম্বে বিজেপি সরকারের ধৃষ্টতাপূর্ণ আচরণের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব দাবি জানান বক্তারা।