মহিলা পরিষদের উদ্যোগে তালের বীজ রোপন কর্মসূচি

মহিলা পরিষদের উদ্যোগে তালের বীজ রোপন কর্মসূচি

প্রকৃতিক দুর্যোগ প্রশমন এবং মুজিব বর্ষ পালন উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে তালের বীজ রোপন কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের অনুপ্রেরণায় ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

সোমবার সকাল ১০টায় বরিশাল সদর উপজেলার চর আইচা-তালুকদার হাট সড়কে ২০০টি তালের বীজ রোপন করে মহিলা পরিষদ।
তালের বীজ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বার্হী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান অ্যাড. মাহবুবুর রহমান মধু , উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, চরকাউনিয়া ইউনয়ন পরিষদের (৪,৫,৬ ওয়ার্ড সংরক্ষিত) ইউপি সদস্য শিরিন সুলতানা, ইউপি সদস্য সাইদুল আলম লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ ছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, সদস্য হোসনে আরা, মোসাম্মৎ ইয়াসমিন, প্রোগ্রাম এক্সিকিউটিভ শুক্লা রানী দাস।