মাতৃরূপী কবি সুফিয়া কামালের মৃত্যু বার্ষিকী পালন

মাতৃরূপী কবি বেগম সুফিয়া কামালের ২১তম মৃত্যু বার্ষিকী পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা। মৃত্যু বার্ষিকী উপলক্ষে নারীমুক্তি আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, গণতান্ত্রিক ও সমাজ প্রগতির আন্দোলনের অনন্য নারী নেত্রী কবি সুফিয়া কামালের কর্মময় জীবন নিয়ে আলোচার আয়োজনও করে মহিলা পরিষদ।
শুক্রবার বেলা ১১টায় নগরের শ্রীনাথ চ্যাটার্জীলেনে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার নিজস্ব কার্যালয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ এর প্রতিষ্ঠাতা আজীবন সভাপতি জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপিকা টুনু রানী কর্মকার।
আলোচনা সভার শুরুতে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর ১মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রকৃতি বিশেষজ্ঞ দ্বিজেন শর্মার লেখা বেগম সুফিয়া কামালের অপ্রকাশিত চিঠি পাঠ করেন বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী। বক্তব্য রাখেন মহিলা পরিষদের সহ-সাাধারণ সম্পাদক প্রতিমা সরকার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকারসহ অন্যান্য।
কার্যকরী কমিটির সদস্য অধ্যাপিকা টুনু রানী কর্মকার স্বরচিত আত্মানুভূতি কবিতা পাঠ করেন। আলোচনা শেষে সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার সংগীত পরিবেশন করেন।