মাদক নির্মুল ও চুরি বন্ধে তৎপরতা বাড়ানোর নির্দেশ

মাদক নির্মুল ও চুরি বন্ধে তৎপরতা বাড়ানোর নির্দেশ

মাদক নির্মুল ও চুরি বন্ধে গোয়েন্দা বিভাগের পাশাপাশি সকল থানা ও ফাঁড়িগুলোতে আরও তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।

মঙ্গলবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওই নির্দেশনা দেন পুলিশ কমিশনার।

পুলিশ কমিশনার বলেন, মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কারো কোন গাফিলতি বরদাস্ত করা হবে না। আন্তরিক সদিচ্ছা ও স্বচ্ছতার মনোভাব নিয়ে নির্ভেজাল সেবাদানে কাজ করতে হবে। যে কোন অপরাধ প্রতিরোধে আরও বেশি টহল নজরদারী বাড়াতে হবে। এ ক্ষেত্রে কোন নিরপরাধ ব্যক্তি হয়রানীর শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারী দেন তিনি। 

বিএমপি’র সহকারী কমিশনার (এয়ারপোর্ট থানা) নাসরিন জাহানের সঞ্চালনায় সভায় উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, মো. মোকতার হোসেন, মো. জাকির হোসেন মজুমদার, মো. খাইরুল আলম, খান মুহাম্মদ আবু নাসের, মো. মনজুর রহমানসহ সংশ্লিষ্ট সব দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।