মালয়েশিয়ায় আগে টিকা নেবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় আগে টিকা নেবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন করোনাভাইরাসের টিকা সবার আগে গ্রহণ করবেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রযুক্তিমন্ত্রী ও জাতীয় করোনা টিকাদান কর্মসূচির সমন্বয়কারী খায়েরি জামাল উদ্দিন। খবর নিউ স্ট্রেইটস টাইমসের

চলতি মাসের শেষের দিকে মালয়েশিয়ায় করোনার টিকা কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। দেশটিতে ফাইজারের তৈরি করোনা টিকা প্রয়োগ করা হবে।

দেশটির সরকারি সংবাদ সংস্হা বার্নামা টিভিতে এক টকশোতে প্রযুক্তিমন্ত্রী খায়েরি জামাল উদ্দিন বলেন, ‘ভ্যাকসিন নিরাপদ, জনগণকে এটা বোঝাতে ও আশ্বস্ত করতে সবার আগে ফাইজারের ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি দেশটির প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন জানিয়েছিলেন, মালয়েশিয়ায় জাতীয় করোনার টিকাদান কর্মসূচি চলতি মাসের শেষের দিকে শুরু হবে এবং সরকার দেশের ৮০ শতাংশ জনগোষ্ঠী বা দুই কোটি ৬৫ লাখ মানুষকে তিনটি ধাপে এ টিকা প্রদানের কাজ শুরু করবে। জনগণকে এ টিকা বিনামূল্যে দেওয়া হবে।