মাশরাফি প্লেয়ার অব দ্য ম্যাচ

মাশরাফি প্লেয়ার অব দ্য ম্যাচ

আগের রূপেই যেন মিরপুরে বল হাতে ফিরলেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক মাশরাফি মর্তুজা। একাই নিয়েছেন ৪ উইকেট। চার শিকারের জন্য ম্যাশকে ৮ ওভার বল করতে হয়েছে, দিয়েছেন ৩৮ রান।

এমন পারফর্ম্যান্সের জোরে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কারটাও নিজের করেছেন মাশরাফি। দলও জিতেছে। তবে জয়ের পথটা খুব সহজ ছিল না। ব্যাটারদের ব্যর্থতায় রূপগঞ্জকে রীতিমতো ধুকতে হয়েছে।

খেলাঘরের ১৯৯ রানের দেওয়া টার্গেটে খেলতে নেমে মাশরাফির দল খুব একটা ভালো করেনি। কম লক্ষ্যের এই ম্যাচ জিততেও রূপগঞ্জের খোয়া গেছে ৮ উইকেট।