মাস্ক পরে পুতুল খেলি

একজন পিতার তিন বছরের কন্য (সমৃদ্ধি) পুতুল খেলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের টাইম লাইনে চোখের সামনে ভেসে আসলো। পুতুল খেলার এমন ছবির সঙ্গে কিছু লেখাও রয়েছে। চিত্রটি দেখে আমার এমনই মনে হয়েছে যেন ‘মাস্ক পরে পুতুল খেলি’ নিশ্চই এতোক্ষণে আপনিও ভাবছেন! করোনা কালে এমনসব চিত্র দেখেও অবাক হওয়া যাচ্ছে না। কারণ জীবনধারা আমাদের এমন হয়ে আছে। অদৃশ্য রোগ সামলাতে আমাদের জীবনধারার যে পরিবর্তন আসছে সেটাই শিক্ষা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ। কি শিক্ষা নিচ্ছে শিশুরা? ভাবতে পারেন!
শিশুর পিতা রাজিব সাহা গত রোববার (২ মে) রাতে পোস্টে যা লিখেছিলেন- ‘বিছানাতেই শুয়ে আপন মনে খেলছিল সমৃদ্ধি। বয়স আর কত! মাত্র তিন মাস। ধরার সামর্থ্য হয়নি, তাই দোলনার ওপরে ঝুলতে থাকা রঙিন খেলনাগুলোই তার প্রিয় খেলা। খেলার মাধ্যমেই শিশুর বুদ্ধিবৃত্তিক, মানসিক ও শারীরিক বিকাশ হয়ে থাকে। মাথায় রাখতে হবে, খেলতে খেলতেই শিশু যেন দৈনন্দিন বিষয়গুলো শিখতে পারে। তার চিন্তাশক্তির যেন বিকাশ হয়। যেগুলো দেখে শিশু হাসে, সেটাই তার খেলা। কথাগুলো লেখার কারণ আসলে, সারাদিনের কর্মব্যস্ত, শহরের মানুষের নিজে নিজেকে সুস্থ রাখতে মাক্স ব্যবহারের আপত্তি, বাসায় ফিরে দেখি মেয়ে তার এলসা নামের পুতুলের সাথে খেলছে মুখে মাক্স পরে’।
রাজিব সাহা সারাদিনের কর্মব্যস্তা শেষে বাসায় গিয়ে দেখে তার সন্তান সমৃদ্ধি মাস্ক পরে পুতুল এলসা’র সঙ্গে খেলছে। আলতো ভাবে কথা না বলতে পারলেও সমৃদ্ধি বুঝতে পারে মাস্ক পরতে হয়। তাই নিজে মাস্ক পরে এবং পুতুল এলসাকেও মাস্ক পরিয়ে খেলছে।
এমন চিত্র দেখে কি মনে হয়? সমৃদ্ধি আপনাকে-আমাকে সতর্ক এবং সচেতন হওয়ার কথা বুঝাতে চেয়েছে? আসলে আমাদের চলাচল সমৃদ্ধির মতো শিশুরা দ্রুত রপ্ত করে। ওরা তো মা-বাবা ও পরিবারসহ আশেপাশের সব কিছু দেখে শেখে। আর ওসবই ওরা দিন রাত আওরায় কিছু ক্ষেত্রে বড়ো হলেও ওইগুলো প্রয়োগ করে। আমরা তো জানি পরিবার শিক্ষার আতুরনিবাস, তারপর সমাজ ও শিক্ষালয়। আসলে ওই পুতুল খেলার চিত্রখানায় অনেক কিছু শেখার আছে। শিশুদের সামনে কি আচরণ করবেন? আবার লজ্জাও পেতে পারেন! শিশু সমৃদ্ধি মাস্ক পরে পুতুল খেলছে, আর আপনি একটু আগেই মাস্কহীন হয়ে ঘুরে এসে করোনা সংক্রমণে আক্রান্ত হচ্ছেন বা অজান্তে ছড়াচ্ছেন।
আপনি করোনা সচেতনতায় মাস্ক পরলে আপনার পরিবারও দৈনন্দিন জীবন যাত্রায় মাস্ক পরে বের হবে। আর মাস্ক পড়ার শিক্ষা সমাজে ছড়িয়ে পড়লে আমাদের জীবন করোনায় ঝুঁকি কমাবে। হয়তো করোনা একদিন চলে যাবে। সমৃদ্ধি এদদিন বাবার সঙ্গে মাস্ক ছাড়া হাসবে খেলবে। কিন্তু সমৃদ্ধির মতো শিশুদের শিক্ষার চলনটা আপনার আমার শিক্ষায় অন্তর্ভুক্ত হোক। সমৃদ্ধির পুতুল এলসার কাছ থেকে শিক্ষা নিয়েই আমরা মাস্ক পরেই বাঁচি।