মুন্সীগঞ্জ জেলা প্রশাসক করোনা শনাক্ত

রবিবার মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের করোনা শনাক্ত হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক এসএম সফিকেরও করোনাভাইরাস শনাক্ত হয়।
এ ছাড়া মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এক নারী চিকিৎসকের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার বিকেল ৪ টার দিকে সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার মুন্সীগঞ্জের ছয় উপজেলায় নতুন করে ৩৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা প্রশাসক, স্থানীয় সরকার মন্ত্রনণালয়ের জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে একজন চিকিৎসকের করোনা শনাক্ত হয়।