মুলাদীতে ত্রিশ পরিবার লক ডাউনে

মুলাদীতে ত্রিশ পরিবার লক ডাউনে

মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের আলিমাবাদ গ্রামের ৩০ পরিবারকে লক ডাউন করেছেন উপজেলা প্রশাসন। গত ২৮ এপ্রিল আলিমাবাদ গ্রামের দেলোয়ার হোসেন খান ঢাকায় করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে মারা গেলে চিকিৎসকরা তার নমুনা রেখে লাশ স্বজনদের কাছে ফেরৎ দেন।

পরে স্বজনরা নিহতের মৃত্যুর কারণ গোপন করে ২৯ এপ্রিল তড়িঘড়ি করে এলাকায় এনে দাফন করেন। ৩০ এপ্রিল রাতে বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান শহীদুল ইসলাম সিকদারের কাছে সংবাদ এলে তিনি বিষয়টি উপজেলা প্রশাসন ও থানাকে অবহিত করে।

গত ১ মে সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ও থানা পুলিশ আলিমাবাদ গ্রামের দেলোয়ার খানের বাড়ীসহ ৩০টি পরিবার লকডাউন করে দেন।