মুলাদীতে পার্লার ব্যবসায়ীর মৃত্যু

মুলাদীতে পার্লার ব্যবসায়ীর মৃত্যু

বরিশালের মুলাদীতে পারিবারিক কলহের জের ধরে পার্লার ব্যবসায়ী গৃহবধু ফারজানা (২২) কীটনাশক খেয়ে মৃত্যু বরণ করেছেন। জানা যায়, বৃহস্পদিবার (৪ জুন) রাত আনুমানিক ৮টার সময় মুলাদী সদর রোডে তার নিজস্ব সূর্যূমুখী পার্লারে বসে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন সংবাদ পেয়ে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ফারজানাকে মৃত ঘোষণা করেন।

ফারজানার স্বামী ইমন হাওলাদার ভাড়ায় মটরসাইকেল চালায়। তিনি স্ত্রীকে নিয়ে মুলাদী সদরে ভাড়া থাকতেন। মুলাদী থানা পুলিশ ফারজানার স্বামী ইমন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতাল এলাকা থেকে আটক করেছে। ফারজানা মুলাদী সদর ইউনিয়নের ইলাহি মল্লিকের মেয়ে। তার একটি পুত্র সন্তান রয়েছে।

পারিবারিক ও স্থানীয় ভাবে জানা যায় কিছুদিন আগে স্বামী ইমন হাওলাদারকে নিয়ে ফারজানা তার বাপের বাড়ি বেড়াতে গেলে বড় ভাইয়ের স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ হলে এক পর্যায়ে ভাইয়ের স্ত্রী ও পরিবারের লোকজন ফারজানাকে বাড়ী থেকে বের করে দেয়। বড় ভাবী ও ননদের সঙ্গে ফারাজানার কলহতেই এ মৃত্যুর কারণ বলে এলাকাসূত্রে জানা যায়।

মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা বলেন, এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দায়ের করেনি। লাশটি ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে।