মুলাদীতে বঙ্গবন্ধুকে কটুক্তিকারী বিএনপি নেতা অধ্যক্ষ কবির খানের নেতৃত্বে ছাত্রলীগের মহরা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তির অভিযোগ উঠেছে বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান আদর্র্শ কলেজ অধ্যক্ষ ও উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মো. কবির হোসেন খানের বিরুদ্ধে। এর প্রতিবাদে কটুক্তিকারী ওই কলেজ অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে তাঁর অপসারণসহ শাস্তির দাবি জানিয়ে গত ২২ দিন ধরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে আসছে স্থানীয় আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগ নেতা-কর্মীরা।
তবে হঠাৎ করেই রহস্যজনক কারণে বঙ্গবন্ধুকে কটুক্তিকারী বিএনপি নেতা অধ্যক্ষ কবির খানের পক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের আহম্মেদ ও তার অনুসারীরা। এর অংশ হিসেবে আন্দোলনের ২১ তম দিনে গত ৯ নভেম্বর তারা মোটরসাইকেল মহড়া দিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে কলেজে পৌঁছে দিয়েছেন তাঁরা। অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগ সভাপতি জোবায়ের আহম্মেদকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে নিজের পক্ষে নিয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা অধ্যক্ষ কবির খান। আর তাই বিষয়টি নিয়ে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃৃষ্টি হয়েছে। তাই তাঁরা বঙ্গবন্ধুকে কটুক্তিকারী বিএনপি নেতা অধ্যক্ষ কবির খানের পাশাপাশি তাঁর পক্ষে অব¯’ান নেয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের আহম্মেদেরও বহিস্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
এ প্রসঙ্গে উপজেলার চরকালেখান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জানে আলম মৃধা ও দিদার তালুকদার অভিযোগ করে বলেন, ‘বিএনপি নেতা অধ্যক্ষ কবির খান বঙ্গবন্ধুকে কটুক্তি করেছেন। এ নিয়ে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এর ফলে কটুক্তিকারী বিএনপি নেতা অধ্যক্ষের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২২ দিন ধরে আন্দোলন করে আসছেন তারা। লাগাতার আন্দোলনের কারণে অভিযুক্ত অধ্যক্ষ কলেজে যেতে পারছিলো। হঠাৎ করেই উপজেলা ছাত্রলীগ সভাপতি লোকজন নিয়ে বিশোল মোটরসাইকেল শোডাউন দিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে কলেজে পৌঁছে দিয়ে বিতর্কের সৃষ্টি করেছে।
তারা আরও অভিযোগ করেন, ‘চলমান আন্দোলন থামিয়ে দিতে কলেজ অধ্যক্ষ’র পাশাপাশি ছাত্রলীগ সভাপতি ও তার সহযোগিতা বিভিন্ন কৌশল নিচ্ছেন। এমনকি ছাত্রলীগ সভাপতি ও তার অনুসারীরা আন্দোলনকারী দলীয় নেতা-কর্মী এবং স্থানীয়দের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ১৯ অক্টোবর চরকালেখান কলেজের শিক্ষকের বিদায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি কলেজের অধ্যক্ষ মোঃ কবির হোসেন খানের সহায়তায় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আঃ ছত্তার খান প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধুকে কটুক্তি করেছেন বলে অভিযোগ এনে আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাকমীরা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে কলেজের অধ্যক্ষের কক্ষ তালাবদ্ধ করে দেয় এবং অধ্যক্ষ মোঃ কবির হোসেন খানকে অবাঞ্চিত ঘোষণা করে।