মুলাদীর কাজিরচর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন কৃষকলীগের মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার ২৭ ফেব্রুয়ারি বিকাল ৪টায় কাজিরচর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এ্যাড. মুনসুর আহম্মেদ।
উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম কামাল পাশার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বদরুজ্জামান বদরুল ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, কেন্দ্রীয় কৃষকলীগ সদস্য সালাউদ্দিন কাওসার, উপজেলা কৃষকলীগের যুগ্ন-সম্পাদক হুমায়ুন কবির সিকদার, রাশেদ খান তোতা, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন তফাদার, আওয়ামীলীগ নেতা প্রফেসর বসির আহম্মেদ, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি অহিদুজ্জামান তালুকদার আনোয়ার, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান খান, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, কৃষকলীগ নেতা প্রফেসর ইসতিয়াক আহম্মেদ দুলাল, ইউপি সদস্য শামিম খান সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও কৃষকলীগের নেতৃবৃন্দ। উক্ত কর্মী সভায় সাবেক মোঃ রিয়াজ হোসেনকে আহবায়ক ও মোঃ রাসেল হাওলাদার, মোঃ করিম মল্লিক, মোঃ নুরে আলম, মোঃ কামাল বেপারী যুগ্ন-আহবায়ক, মোঃ ফোরকান ইসলাম রানাকে সদস্য করে কমিটি ঘোষনা করা হয়।
কর্মীসভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মুলাদী-বাবুগঞ্জ আসনে আওয়ামীলীগের নৌকার প্রার্থীর দাবী জানান এবং বর্তমান প্রধানন্ত্রী কৃষকরতœ শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।