মেহেন্দিগঞ্জে পৌর মেয়রকে হত্যার হুমকীর প্রতিবাদে এমপি’র বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ

বরিশালের মেহেন্দিগঞ্জে লাঠিসোটা সহ দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। মিছিলের সময় সরকার দলীয় সংসদ সদস্য পংকজ নাথের বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড ভাংচুর করে বিক্ষোভকারীরা। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খানকে আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ নাথের হত্যার হুমকীর প্রতিবাদে এই বিক্ষোভের আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন।
পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী শনিবার ২৩ জুলাই বেলা ১২টায় পৌর শহরের পাতারহাট বন্দরের শহীদ মিনার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মো. মইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মুনসুর আহমেদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ ও জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মনির সহ অন্যান্যরা।
বক্তারা একজন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতাকে হত্যার হুমকী দেয়ার অভিযোগে বরিশাল-৪ আসনের সাংসদ পংকজ নাথের সংসদ সদস্য বাতিলের জন্য জাতীয় সংসদের স্পীকারের প্রতি আহবান জানান। পংকজ নাথ হিজলা-মেহেন্দিগঞ্জে আওয়ামী লীগ নিধনের মিশন শুরু করেছেন বলে অভিযোগ করেন তারা। এ বিষয়ে আওয়ামী লীগ সভাপতির হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সমাবেশ শেষে শহীদ মিনার মাঠ থেকে লাঠিসোটা, বাঁশ ও রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সহ¯্রাধিক নেতাকর্মীর অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে তেমাথা এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল থেকে ‘পংকজের দুই গালে- জুতা মারো তালে তালে’ সহ বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
এদিকে মিছিলের সামনে-পেছনে পুলিশ থাকলেও বিক্ষোভকারীরা সড়কের পাশে সাটানো এমপি পংকজ নাথের বিভিন্ন শুভেচ্ছা বিলবোর্ড, ফেস্টুন ও ব্যানার ভেঙ্গে ফেলে।