মেয়র আতিকের পরিবারের ২০ সদস্যের করোনার পজেটিভ

স্ত্রী-কন্যাসহ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের পরিবারের ২০ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
এর আগে রবিবার নমুনা পরীক্ষায় আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলামের সংক্রমণ ধরা পড়ে।
দুদিন বাড়িতে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হন তারা। এর মধ্যে পরিবারের অন্যান্য সদস্যরারও আক্রান্ত হন।
গণমাধ্যমকে মেয়র আতিক জানান, ফুসফুসের সংক্রমণ শুরু হলে তিনি ও তার স্ত্রী হাসপাতালে ভর্তি হন।
ভোরের আলো/ভিঅ/১৯/২০২০