যুবলীগের র‌্যালীতে অংশ নেয়ায় মহিলা দল সভাপতি সাময়িক বহিস্কার

যুবলীগের র‌্যালীতে অংশ নেয়ায় মহিলা দল সভাপতি সাময়িক বহিস্কার

বরিশালের মুলাদী উপজেলায় যুবলীগের র‌্যালীতে অংশ নেয়ায় জেলা (উত্তর) জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি শায়লা শারমিনকে মিম্মুকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার মহিলা দল কেন্দ্রিয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। তবে বহিস্কারাদেশে শুধুমাত্র সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে। 

দলীয় সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর শায়লা শারমিন মিম্মুকে বরিশাল জেলা (উত্তর) মহিলা দলের সভাপতি করা হয়। একই বছরের ৩০ নভেম্বর তিনি মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন যুবলীগের একটি মাদক বিরোধী র‌্যালীতে অংশ নেন। তার এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ হয়ে দলের স্থানীয় নেতাকর্মীরা ওই ছবি সহ বিষয়টি মহিলা দলের কেন্দ্রিয় নেতাদের অবহিত করেন। 

এ ঘটনায় সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিম্মুকে জেলা (উত্তর) মহিলা দলের সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার করা হয় বলে জানান জেলা (উত্তর) বিএনপি’র সাবেক সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ। 

তবে মুঠোফোনে শায়লা শারমিন মিম্মু মবলেন, তিনি মুলাদীর নাজিরপুর ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য। সে হিসেবে ওই ইউনিয়নের অন্বেষন পাঠাগারের মাদক বিরোধী শোভাযাত্রায় অংশ নেন। কিন্তু পরে দেখেন র‌্যালীটি হয়েছেন যুবলীগের ব্যানারে। বহিস্কারাদেশের বিষয়ে তিনি কেন্দ্রিয় নেতাদের সাথে যোগাযোগ করবেন বলে জানান।