যুব এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

যুব এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

যুব এশিয়া কাপে নেপালের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪৩ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা। এতে নেপালকে ১৫৪ রানে হারিয়ে যুব এশিয়া কাপের মিশন শুরু করল বাংলাদেশের যুবারা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাবিলের অপরাজিত ১২৭ রানে ভর করে ৪ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহ করে যুবারা। জবাবে ইনিংসের ৪৫ বল বাকি থাকতেই ১৪৩ রানে গুটিয়ে যায় নেপাল। 

বড় লক্ষ্য তাড়া করতে নামা নেপালকে দাঁড়াতে দেননি বাংলাদেশের বোলাররা। ২৩ রানে ৩টি আর ৩০ ওভার পেরোতেই ৮১ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হিমালয়ের দেশটি। শেষদিকে গুলশান ঝা ৩৫ রানের একটি ইনিংস খেলে দলকে ১৪৩ পর্যন্ত নিয়ে গেছেন।

যুবাদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, এসএম মেহরব এবং নাইমুর রহমান।

এর আগে নেপালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে আসে ৩৯ রান। উদ্বোধনী জুটিতে মাফিজুল ১৭ এবং ইফতেখার ২১ রান করেন। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন প্রান্তিক নওরোজ। চারে নামা আইচ মোল্লাহ (২২) আউট হলে ২৬.৩ ওভারে ১০৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপরেই কিপার ফাহিমকে নিয়ে উইকেটে রাজত্ব শুরু করেন প্রান্তিক। চতুর্থ উইকেটে দু'জনে মিলে গড়েন ১৭৯ রানের অসাধারণ এক জুটি। যা ইনিংসের ভিত গড়ে দেয়।

৫৪ বলে ৩ চার ৩ ছক্কায় ৫৮ রান করা ফাহিম রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। প্রান্তিকের সঙ্গী হন মেহেরব হাসান। মারকুটে ব্যাটিংয়ে ৯৪ বলে তিন অংক ছুঁয়ে ফেলেন প্রান্তিক। নেপালের বোলাররা তাকে আউট করতে পারেনি। ১১২ বলে ১১টি চার এবং ১ ছক্কায় অপরাজিত ১২৭ রানের ইনিংস খেলে তিনি মাঠ ছাড়েন। মেহেরব ১৫ বলে ২১ রানের কার্যকরী ইনিংস উপহার দেন।