ভোটের তিনদিন পরই শপথ নেন নির্বাচিতরা। এর পরদিনই গঠন করা হয় মন্ত্রিসভা। আর আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা। বেশ কিছু নতুন নজির গড়ে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হচ্ছে।
আর এ অধিবেশনেই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। ধরে নেয়া হচ্ছে, এককভাবে ২২৩ আসন পাওয়া ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত ড. শিরীন শারমিন চৌধুরী ও শামসুল হক টুকুই আরও এক দফা বসবেন নিজেদের আসনে। রেওয়াজ অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সংসদে এটিই হবে তার প্রথম ভাষণ।
এবার সংসদ যাত্রা শুরু করছে বেশ কিছু বেশ নজির গড়ে। শপথ নেয়া ২৯৯ সংসদ সদস্যের ৬২ জনই স্বতন্ত্রভাবে নির্বাচিত। দেশের সংসদীয় ইতিহাসে এত সংখ্যক দল নিরপেক্ষ সদস্য আর কখনো দেখা যায়নি। রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে দ্বিতীয় স্থানে জাতীয় পার্টির তুলনায় স্বতন্ত্রদের সংখ্যা প্রায় ৬ গুণ বেশি, এমন রেকর্ডও এবারই প্রথম।
বিরোধী দলের আসনে থাকছে মাত্র ১১ আসন পাওয়া জাতীয় পার্টিই। এত কম সংখ্যক সদস্য নিয়ে বিরোধী দলের মর্যাদা পাওয়ার নজিরও প্রথম। বাংলাদেশের সংসদীয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ১ম ও ৬ষ্ঠ সংসদে কোনো বিরোধী দল ছিল না। আর এতদিন বিরোধী দলের সবচেয়ে কম সদস্য থাকার নজির ছিল চতুর্থ সংসদে। সেবার আ স ম আবদুর রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দলের আসন ছিল ১৯টি।
এবারের সংসদের অন্যান্য দলের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে প্রতিনিধিত্ব করছে। আর একজন প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত রয়েছে নওগাঁ- ২ আসনের ভোট।