রবীন্দ্র সঙ্গীত শিল্পী দেবদুলাল গুহ আর নেই

রবীন্দ্র সঙ্গীত শিল্পী দেবদুলাল গুহ আর নেই

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ বরিশালের সাবেক সাধারণ সম্পাদক রবীন্দ্রসঙ্গীত শিল্পী, উদীচীর সদস্য, কাশিপুর স্কুল ও কলেজের শিক্ষক, চারণ খেলাঘর সদস্য দেবদুলাল গুহ (৫৫) আর নেই। গত সোমবার রাত পৌনে ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল মহাশ্মশানে দেবদুলাল গুর শেষ কৃত্য অনুষ্ঠিত হয়।
রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবদুলাল গুহ বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। গত সোমবার সকালে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে বরিশাল শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট (সিসিউ) তে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টায় তিনি মারা যান।

দেবদুলল গুহর মৃত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক ভোরের আলো, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ, বরিশাল নাটক, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ বরিশাল শাখা, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, খেলাঘর বরিশাল জেলাসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।