রাস্তায় বাড়ছে মানুষের ভীড়, ঘরে থাকার নির্দেশনায় সেনাবাহিনীর

রাস্তায় বাড়ছে মানুষের ভীড়, ঘরে থাকার নির্দেশনায় সেনাবাহিনীর

করোনা সংক্রমণ এড়াতে ঘরে থাকার নির্দেশনা থাকলেও রাস্তায় বাড়ছে মানুষের ভীড়। মানুষের ভীড় কমাতে এবং করোনা সংক্রামণ এড়াতে জনগণকে নিজ নিজ ঘরে থাকার সরকারি নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী টহলের সঙ্গে প্রচারণা চালাচ্ছে। তারা হ্যান্ড মাইকে করোনা সংক্রামণ এড়াতে জনগণকে সচেতন করেন এবং বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার আহ্বান জানান।

গতকাল সোমবার সকাল ১০টার পর থেকে লেফটেন্যান্ট আরাফাতের নেতৃত্বধীন সেনা সদস্যরা নগরীর রূপাতলী, বান্দ রোড, সদর রোড, বাংলাবাজার সড়ক, গীর্জামহল্লা, সিএন্ডবি রোড, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনালসহ বিভিন্ন গুরুত্¦পূর্ণ সড়কে টহল দিয়ে প্রচারণা চালায়।

এদিকে গত কয়েক দিনের চেয়ে গতকাল বরিশালের রাস্তাঘাটে তুলনমূলক অনেক বেশি মানুষ দেখা গেছে। ব্যক্তিগত যান, মোটর সাইকেল ও রিক্সা চলাচল গত কয়েক দিনের চেয়ে বেড়ে গেছে। মুদী দোকান, খাবার দোকান এবং ওষুধের দোকান ছাড়া নগরীসহ জেলার বেশীরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

সরকারি প্রশাসন কর্মহীন অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।

অপরদিকে জনগণকে রাস্তায় বের হলেও সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, সদর রোড, নতুন বাজারসহ বিভিন্ন সড়কে এবং ওষুধ ও মুদী দোকানের সামনে রং দিয়ে চতুর্ভূজ রেখা দিয়েছে স্বেচ্ছাসেবকরা। আঞ্চলিক দৈনিক ভোরের আলো পত্রিকার উদ্যোগে গত রোববার থেকে এই বিশেষ চিহ্ন দেওয়া হয়।

ভীড় সম্পর্কে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, গত রোববার সন্ধ্যা থেকে ভীড় একটু আমরাও লক্ষ্য করেছি। পুলিশ, সেনাবাহিনী, জেলা প্রশাসন সমন্বিত উদ্যোগ নিয়ে নাগরিকদের ঘরে থাকার প্রচারণা চালানো হচ্ছে। এর সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও ভূমিকা রাখতে পারে। সবাই মিলে করোনা মেকাবেলায় উদ্যোগ নিতে হবে।