লাদেনকে ‘শহীদ’ বললেন ইমরান

লাদেনকে ‘শহীদ’ বললেন ইমরান

মার্কিন হামলায় নিহত ওসামা বিন লাদেনকে সংসদে দাঁড়িয়ে ‘শহীদ’ বলে সম্বোধন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার সংসদে ভাষণ দেয়ার সময় ইমরান বলেন, ‘অ্যাবোটাবাদে ঢুকে মার্কিন সেনা ওসামাকে হত্যা করে যায়। শহীদ করে যায়। এতে কী হয়? এতে আমরা অস্বস্তির মুখে পড়ি।’

ইমরানের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। বক্তব্যের ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন পাকিস্তানের নারী সাংবাদিক নায়লা এনায়েত।

ভিডিওতে ইমরানকে আরও বলতে শোনা যায়, ‘আমরা খুবই বিব্রতবোধ করেছিলাম… যখন মার্কিন সেনাবাহিনী (পাকিস্তানে) ঢুকেছিল এবং ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে হত্যা করেছিল।’

৯/১১-এর মূল ষড়যন্ত্রকারী ওসামাকে ধরতে পাকিস্তানের অ্যাবোটাবাদের গ্যারিসন টাউনে অভিযান চালায় মার্কিন নেভি সিল। ২০১১ সালের সেই অভিযানে নিহত হন আল কায়েদা জঙ্গি লাদেন। গোটা ঘটনায় পাক সরকারকে অন্ধকারে রাখা হয়েছিল বলে এর আগেও আপত্তি জানিয়েছিলেন ইমরান।

এই প্রথম নয় এর আগেও লাদেনকে শহীদ বলে আখ্যা দেন ইমরান খান। তবে সেটা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার আগের ঘটনা।