লালমোহনে দৈনিক ইউরো সমাচারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লালমোহনে দৈনিক ইউরো সমাচারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


     
সামাজিক দুরত্ব বজায় রেখে এবং সম্ভাব্য স্বাস্থ্যবিধি মেনে, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে প্রকাশিত আন্তর্জাতিক অনলাইন দৈনিক ইউরো সমাচারের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

ইউরো সমাচার বরিশাল ব্যুরোর উদ্যোগে  ১১ জুলাই ২০২০ শনিবার সকাল ১১টায় ভোলার লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটরিয়ামে বরিশাল ব্যুরো চীফ কবি রিপন শান এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও আনন্দ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান  বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বাদল ও আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল। 

বক্তব্য রাখেন- লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, লালমোহন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহামুদ হাসান লিটন, উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্মসম্পাদক শাহাবুদ্দিন মিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা লালমোহন শাখার সভাপতি শাহীন কুতুব।

স্বাগত বক্তব্য রাখেন ইউরো সমাচার লালমোহন সংবাদদাতা তপতী সরকার।