শচিনপুত্র অর্জুনকে ২০ লাখ রুপিতে কিনল মুম্বাই

শচিনপুত্র অর্জুনকে ২০ লাখ রুপিতে কিনল মুম্বাই

প্রথমবার আইপিএল নিলামে নিজের নাম তুলেই দল পেয়ে গেলেন অর্জুন টেন্ডুলকার। কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ছেলেকে ২০ লাখ রুপিতে কিনে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বৃহস্পতিবার চেন্নাইয়ে চলছে আইপিএল নিলাম। ২১ বছর বয়সী বাঁহাতি পেসার অর্জুনের ভিত্তিমূল্য ছিল ২০ লাখ রুপি। সেই মূলেই তাকে পেয়ে গেছে দলটি। উল্লেখ্য, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন শচিন।

কিছুদিন আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বাইয়ের হয়ে সিনিয়র ক্রিকেটে অভিষেক হয় অর্জুনের। তাতেই আইপিএল নিলামে নাম তোলার ছাড়পত্র পান তিনি।

এক সপ্তাহ আগে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরেছিলেন অর্জুন। ৩১ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ১ ওভারে ৫টি ছক্কা হাঁকান। বল হাতে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেটও দখল করেন তিনি।

খেলোয়াড় হিসেবে না হলেও আইপিএলে মুম্বাই দলে আগেও ছিলেন অর্জুন। নেট বোলার হিসেবে দেখা গেছে তাকে।