শনিবার থেকে চালু‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’

আগামী শনিবার (২০ মে) থেকে চালু করা হচ্ছে ‘ম্যাঙ্গো স্পেশাল ট্রেন’। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আম পরিবহন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
জেলা প্রশাসক আরও বলেন, জেলার উৎপাদিত আম পরিবহন সংক্রান্ত বিষয়ে দীর্ঘ ১ ঘন্টার উন্মুক্ত আলোচনা হয় আম চাষী, আম ব্যবসীয়, ট্রাক ও কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের সাথে। আমচাষী ও আম ব্যবসায়ীদের কথা মাথায় রেখে পরিবহনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় অতিরিক্ত টাকা ছাড়ায় আম সরবরাহ করার কথা বলা হয়। সেই সাথে আগামী ২০ মে থেকে আম পরিবহনের জন্য ম্যাংগো স্পেশাল ট্রেন চালু থাকবে।
জেলা প্রশাসক জানান, ভোক্তারা যাতে করে কম খরচে বিভিন্ন জেলায় আম পাঠাতে পারে সেজন্য কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিদের কেজি প্রতি ১০ টাকা চার্জ নেয়ার কথাও বলেন।
এদিকে চলতি আম মৌসুমে কোন ধরনের আম পাড়ার সময় সীমা নির্ধারণ করা হয়নি। আম পরিপক্ক হলেই আমচাষী ও বাগান মালিকরা আম পেড়ে বিক্রয় করতে পারবেন।
জেলা প্রশাসক ছাড়াও মতবিনিময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম, রেলওয়ে পাকশী বিভাগীয় বাণিজিক কর্মকর্তা নাসির উদ্দীন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মাসুদ রানা, কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম, ট্রাক মালিক সমিতির প্রতিনিধি, কুরিয়ার সার্ভিসের প্রতিনিধিসহ অন্যান্যে কর্মকর্তারা।