শহিদ জিয়াকে নিয়ে গান গাইলেন রাজিব

শহিদ জিয়াকে নিয়ে গান গাইলেন রাজিব

নতুন গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী রাজীব। এবারের গানে তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষ্যে একটি থিম সংয়ে অংশ নিয়েছেন।

গীতিকার মুনশি ওয়াদুদের লেখা এবং মুরাদ নূরের সুরে ‘জিয়াউর রহমান’ শিরোনামে এ গানটি ইতিমধ্যেই রেকর্ড সম্পন্ন করেছেন রাজীব। এর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু।

রাজীব বলেন, “এই ধরনের একটি সৃষ্টির সঙ্গে যুক্ত হতে পেরে খুবই আনন্দিত। আদর্শিক কারণে এটি আমার জন্য আরও বেশি স্পেশাল। এমন একটি গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে আমাকে জড়িত করার জন্য বন্ধু মুরাদ নূরকে ধন্যবাদ জানাই। বেঁচে থাকুক আমাদের গণমানুষের জিয়াউর রহমান।”

গানটি ১৯ জানুয়ারি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে ডিজিটাল এবং অন্যান্য মাধ্যমে প্রকাশিত হবে। পাশাপাশি স্টেজ ও লাইভ শো নিয়ে ব্যস্ত রয়েছেন রাজীব। তিনি জানান, এখন স্টেজ শোয়ের মৌসুম চলছে, যা এক-দুই মাসে চলবে। এরপর আবার নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে।