শহীদ আলাউদ্দিন স্মরণে সভা

৬৯-এর গণঅভ্যুত্থানে বরিশালের রাজপথে ইপিআরের গুলিতে নিহত বরিশাল এ.কে স্কুলের নবম শ্রেণির ছাত্র শহীদ আলাউদ্দিন স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নগরীর সদর রোডের অশি^নী কুমার হল চত্ত্বরে শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ ওই স্মরণ ও আলোচনা সভার আয়োজন করে। এ সময় তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।
শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদের আহবায়ক মুক্তিযোদ্ধা খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, ডা. মিজানুর রহমান, জেলা গণসংহতি আন্দোলনের সভাপতি দেওয়ান আব্দুর রশিদ নিলু, অধ্যাপক আমিনুর রহমান খোকন সহ অন্যান্যরা।
বক্তারা শহীদ আলাউদ্দিনের দেশপ্রেমের কথা উল্লেখ করে তার মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান।