শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে শিক্ষক সমিতির মানববন্ধন

শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে শিক্ষক সমিতির মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি। সংগঠনের আঞ্চলিক কমিটির ব্যানারে শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের বিবিরপুকুর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে শিক্ষক হত্যা ও নির্যাতনে অভিযুক্তদের কঠোর বিচার দাবী করা হয়। 

সংগঠনের আঞ্চলিক সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরেরর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সহসভাপতি আব্দুল মালেক, প্রধান উপদেস্টা দাশগুপ্ত আশীষ কুমার, জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক আসাদুল আলম আসাদ এবং সাংস্কৃতিক সংগঠনক সহ অন্যান্যরা। 

বক্তারা সারা দেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অভিযুক্তদের কঠোর শাস্তি দাবী করেন।