শুক্রবার শাবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

শুক্রবার শাবিপ্রবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ক্যাম্পাসে যাচ্ছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

‘বৃহস্পতিবার সন্ধ্যায় ড. জাফর ইকবাল স্যার আন্দোলনকারী শিক্ষার্থীদের ফোন করে বলেছেন, শিক্ষামন্ত্রী শুক্রবার শাবিপ্রবিতে যাবেন।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, কোথায় আলোচনা হবে সে বিষয়ে আমাদের অভিমত জানতে চেয়েছেন শিক্ষামন্ত্রী। আমরা নিজেরা জরুরি সাধারণ সভা করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেব। তবে আমরা অবশ্যই ক্যাম্পাসেই ওনার সঙ্গে কথা বলতে চাই।

তারা আরও জানান, উপাচার্যের পদত্যাগসহ তাদের পাঁচ দফা দাবি তারা শিক্ষামন্ত্রীকে আবারও জানাবেন।

শিক্ষামন্ত্রীর সিলেট সফর নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


পিআর/ডিআর