শ্মশান দিপালী  ও কালী পূজা উদযাপন উপলক্ষে সমন্বয় সভা

শ্মশান দিপালী  ও কালী পূজা উদযাপন উপলক্ষে সমন্বয় সভা

আসন্ন শ্মশান দিপালী ও কালী পূজা- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  সকাল ১১ টায় বিএমপির সদরদপ্তর সম্মেলন কক্ষে  ‍এ  সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের  মেয়র ও  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ । 

সভায় শ্মশান দিপালী ও কালী পূজা উদযাপন সংক্রান্ত ঝুকি পর্যালোচনা,  নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন, ফোর্স মোতায়েন, ডিউটি স্থান, ডিউটি পোস্টের  সংখ্যা, ফোর্সের সংখ্যা, শ্মশান দিপালী ও কালী পূজা উদযাপন কমিটির করনীয়-বর্জনীয়,  ট্রাফিক ব্যবস্থা নিয়ে উন্মুখ আলোচনা করা হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন,  অতিরিক্ত পুলিশ কমিশনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স  সঞ্জয় কুমার কুণ্ডু, উপ-পুলিশ কমিশনার ডিবি মাে. জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মাে. আলী আশরাফ ভুঞা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন খান মুহাম্মদ আবু নাসের, এনএসআই, ডিজিএফআই, বরিশাল সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, শ্মশান কমিটি, অসাম্প্রদায়িক কমিটির নেতৃবৃন্দ ও বিএমপি'র শীর্ষ কর্মকর্তা বৃন্দ।