সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ: ধর্মনিরপেক্ষতা বাদ, নতুন চার মূলনীতি যুক্ত

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ: ধর্মনিরপেক্ষতা বাদ, নতুন চার মূলনীতি যুক্ত

সংবিধান সংস্কার কমিশন রাষ্ট্র পরিচালনার মূলনীতির পরিবর্তনের সুপারিশ করেছে। ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দিয়ে শুধুমাত্র গণতন্ত্রকে রেখে নতুন চারটি মূলনীতি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই চারটি নতুন মূলনীতি হলো: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে আজ (বুধবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে তাদের সংস্কারের সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এতে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের সুপারিশ করা হয়েছে এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ চালুরও প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের সুপারিশগুলো নিয়ে সরকার পরবর্তী আলোচনা করবে এবং যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে সেগুলোর বাস্তবায়ন করবে।