সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে, এটা অত্যন্ত ভয়ংকর বিষয়’— রুহুল কবির রিজভী

সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে, এটা অত্যন্ত ভয়ংকর বিষয়’— রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “সরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ করা হয়েছে, এটা অত্যন্ত ভয়ংকর বিষয়।” তিনি এ মন্তব্য করেন ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, “মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এটি হাসিনার সরকারের কথার প্রতিধ্বনি।” তিনি আরও বলেন, “গণতান্ত্রিক আন্দোলন মানেই আলোচনা-সমালোচনা, তীব্র সমালোচনা হতে পারে। একটি সৎ এবং জনগণের মুখাপেক্ষী সরকার সে সমালোচনাকে আমন্ত্রণ করবে, তবে বর্তমান সরকার তা করছে না।”

রিজভী অভিযোগ করেন, “শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ দল দখল করে নিয়েছে। বড় বড় বিশ্ববিদ্যালয়ে জামাতি চেতনার লোকজন বসানো হয়েছে। এটি একটি ভয়ংকর বিষয়।” তিনি দাবি করেন, এই অবস্থা দেশের প্রগতির জন্য ক্ষতিকর।

এছাড়া, তিনি জনপ্রশাসন সচিবের দুর্নীতির অভিযোগ তুলে প্রশ্ন করেন, “কোটি টাকার দুর্নীতির ঘটনা জানার পরেও তিনি কীভাবে সচিব হিসেবে বহাল রয়েছেন?”

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, “এখনকার অন্তর্বর্তী সরকার আসলে বিশেষ দলের সমর্থিত সরকার। বিপ্লবী সরকারের প্রয়োজন ছিল, কিন্তু জনগণের পক্ষে দাঁড়ানো প্রশাসন তৈরি হয়নি।” তিনি অভিযোগ করেন, “সচিবালয়ের ভেতরে পুরোনো দোসররা এখনও আন্দোলন করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়।”

শেখ হাসিনার সমালোচনা করে রিজভী বলেন, “তিনি দেশকে একাধিক দুর্নীতির মাধ্যমে বিপদে ফেলেছেন, ২৮ লক্ষ কোটি টাকা পাচার করেছেন, এবং নিজের জন্য জমি দখল করেছেন।” তিনি আরও জানান, “বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশ নায়ক হিসেবে জনগণের পাশে ছিলেন।”