সরাসরি ইউরোপে পণ্য নিতে চট্টগ্রামে পৌঁছেছে লাইবেরিয়ার জাহাজ

সরাসরি ইউরোপে পণ্য নিতে চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসে পৌঁছেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি সোঙ্গা চিতা।
শনিবার দপুর ১টার দিকে জাহাজটি চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি)-৪ জেটিতে ভেড়ে। এর মধ্য দিয়ে কন্টেইনারে রপ্তানি পণ্য সরাসরি ইউরোপে পাঠানোর যাত্রা শুরু হচ্ছে।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহাজটিতে থাকা কন্টেইনার নামানো হবে। এরপর রপ্তানি পণ্যবাহী কন্টেইনার তোলা হবে।৭ ফেব্রুয়ারি এটি ইতালির উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে।
বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম বৃহৎ গন্তব্য ইউরোপের দেশগুলোতে পণ্য রপ্তানি হয় অন্য দেশের বন্দর ঘুরে। এতে ক্রেতাদের হাতে পণ্য পৌঁছাতে দেরি হয়, খরচও বেশি হয়।
এই বাধা দূর করতে চট্টগ্রাম বন্দর থেকে প্রথমবারের মতো ইউরোপের গন্তব্য ইতালিতে শুরু হচ্ছে জাহাজে করে সরাসরি রপ্তানি পণ্য পরিবহন।
সোঙ্গা চিতা চট্টগ্রাম থেকে যাত্রা করে ১৫-১৬ দিনে ইতালির রেভেনা বন্দরে পৌঁছাবে বলে জানান ওমর ফারুক।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই সমুদ্র যাত্রায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্য রপ্তানির ‘নতুন দিগন্ত’ উন্মোচিত হবে। সরাসরি যাত্রায় খরচ ও সময় কমলে ইউরোপের দেশগুলোর পাশাপাশি আমেরিকান ক্রেতারাও আগ্রহী হয়ে উঠতে পারেন এ ব্যবস্থায়।