সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সাথে উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে-নবাগত বিএমপি কমিশনার

সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সাথে উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে-নবাগত বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯ টার দিকে বরিশাল পুলিশ লাইন্সের ড্রিল সেডে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নবাগত বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম। 

সভার শুরুতে বিএমপি কমিশনার সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা ও চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে নানা কল্যাণমূলক সিদ্ধান্ত নেন। 

এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং ও ক্যান্টিনসহ সার্বিক বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন। কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বনের হুঁশিয়ারি দেন তিনি। 

এ সময় বিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও মোহাম্মদ এনামুল হক সহ বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন পদ-পদবীধারী পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮ টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাাউন্ডে বিএমপির মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এ সময় সালাম গ্রহন ও প্যারেড পরিদর্শন করেন নবাগত পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। 

পরিদর্শনকালে পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, আমরা শৃঙ্খল বাহিনী। পোশাক আমাদের অহংকার। ড্রেস রুল মেনে সব সদস্যকে পোশাক পরিধান করতে হবে। সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে জনসাধারণের সাথে উত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। কোন সদস্য শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তার সাথে বিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।