সস্ত্রীক করোনা টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ

সস্ত্রীক করোনা টিকা নিলেন যুবলীগ চেয়ারম্যান পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ আজ সস্ত্রীক করোনার টিকা গ্রহণ করেছেন। সকাল ১০ টায় শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এবং তার স্ত্রী বিশিষ্ট আইনজীবী নাহিদ সুলতানা যুথি টিকা গ্রহণ করেন।

এ বিষয়ে তিনি বলেন, 'কোন ধরণের গুজব-অপপ্রচারে কান না দিয়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবাই টিকা গ্রহণ করুন। অনেক দেশের আগেই শুধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কারণে আমরা আগে টিকা পেয়ে গেছি। তাই পরিবারের সুরক্ষার স্বার্থে ও দেশের মানুষের সুরক্ষার স্বার্থে সবাই টিকা গ্রহণ করুন। টিকা গ্রহণের পরেও মাস্ক পরিধান অব্যাহত রাখুন'।

তিনি আরও বলেন, 'আমরা টিকা নিয়েছি, আপনারাও টিকা গ্রহণ করুন। এখানে ভয়ের কিছু নেই।'