সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেছেন, “সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে না পারলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। আর্থিক নিরাপত্তা ছাড়া সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি হবে না।”

মঙ্গলবার রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দুই ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

কামাল আহমেদ বলেন, “অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ফলে গণমাধ্যমের মালিকেরা লাভবান হলেও সংবাদকর্মীদের আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়নি। মালিক, সম্পাদক, ও সাংবাদিক নেতাদের দুর্নীতির কারণে ওয়েজ বোর্ড অনেক ক্ষেত্রে বাস্তবায়িত হয়নি। বিভিন্ন গণমাধ্যমে ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তবায়ন দেখিয়ে সাংবাদিক নেতারা স্বাক্ষর করেছেন, যা সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণে বাধা সৃষ্টি করেছে।”

সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ওপর গুরুত্বারোপ করে কামাল আহমেদ বলেন, “গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় গণমাধ্যমের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এর ফলে পত্রিকা ও টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে যত্রতত্র। এই অপ্রয়োজনীয় সম্প্রসারণ গণমাধ্যমের মান কমিয়েছে।”

তিনি জানান, “গণমাধ্যম সংস্কার কমিশন একটি সুপারিশমালা তৈরির কাজ করছে, যা ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক, তাদের কাজে আসবে। সাংবাদিকদের অধিকার রক্ষায় প্রেস ক্লাব নয়, সাংবাদিক ইউনিয়নের ভূমিকাকে আরও কার্যকর করা উচিত।”

সভায় গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতিআরা নাসরীন, শামসুল হক জাহিদ, আখতার হোসেন খান, বেগম কামরুন্নেসা হাসান, মোস্তফা সবুজসহ অনেকে উপস্থিত ছিলেন।