সাংবাদিকের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান হানিফ

সাংবাদিকের বিরুদ্ধে মামলা নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান হানিফ

সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দিয়ে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে দেশ-জাতি উপকৃত হবে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার মাহবুবউল আলম হানিফ নিজের ফেইসবুক পেইজ থেকে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

সচিবালয়ে কর্তব্য পালন করতে গিয়ে প্রায় ৬ ঘণ্টা হেনস্তার পর সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষমতাসীন দলের নেতা এই মন্তব্য করলেন।

এ বিষয়ে দেশ রূপান্তরকে তিনি পোস্টের সত্যতা নিশ্চিত করে আরও বলেন, রোজিনার সঙ্গে যা করা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও অনভিপ্রেত। সাধারণ মানুষের এখনো গণমাধ্যমের প্রতি আস্থা রয়েছে এবং গণমাধ্যমের মধ্য দিয়েই সাধারণ মানুষ অন্যায় অনিয়মের কথা জানতে পারে।

তিনি বলেন, সাংবাদিকেরা হলো সমাজের দর্পণ। সাংবাদিক ও সরকারের মধ্যে সেতুবন্ধন রয়েছে। শেখ হাসিনার সরকার মিডিয়াবান্ধব। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবেও সাংবাদিকদের পছন্দ করেন।