সাইফ আলি খানের ওপর হামলাকারী গ্রেফতার .,নিশানায় ছিলেন শাহরুখও

সাইফ আলি খানের ওপর হামলাকারী গ্রেফতার .,নিশানায় ছিলেন শাহরুখও

মুম্বাই পুলিশ বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, বৃহস্পতিবার সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে দুষ্কৃতকারীর ছবি ধরা পড়ে। সেই ছবি দেখে চিরুনি তল্লাশির অংশ হিসেবে বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশি চালায় পুলিশ। সেখানে তার সন্দেহজনক গতিবিধি নজরে এলে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, সাইফের ওপর হামলার ঘটনার তদন্তের মধ্যেই জানা যায়, ওই ব্যক্তির নিশানায় ছিলেন বলিউড বাদশা খ্যাত শাহরুখ খানও। দুদিন আগে বান্দ্রায় শাহরুখের বাড়ি মান্নাতের চারপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করেছিল সে। এই ঘটনায় শাহরুখের পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

জানা গেছে, মান্নাতের সামনে সন্দেহভাজন ব্যক্তি ছয় থেকে আট ফুটের একটি লোহার মই বেয়ে প্রবেশের চেষ্টা করেছিল। মুম্বাই পুলিশের একটি দল শাহরুখের বাড়িতে পৌঁছে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

উল্লেখ্য, সাইফ আলি খান নিজ বাড়িতে বুধবার গভীর রাতে দুষ্কৃতকারীর হামলার শিকার হন। হামলাকারী তাকে ছুরি দিয়ে একাধিকবার কোপাতে থাকে, যার ফলে সাইফ গুরুতর আহত হন। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।