সাকিবকে হুমকিদাতা মহসিনকে ধরতে র‌্যাব-পুলিশের অভিযান

সাকিবকে হুমকিদাতা মহসিনকে ধরতে র‌্যাব-পুলিশের অভিযান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদার (২৫) নামের যুবককে ধরতে গভীররাতে তার বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব-পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে এই হুমকি দেন মহসিন। পরে ওইদিন সকালে আরেক লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।


এ ঘটনায় সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র‌্যাব ও পুলিশ। তবে তল্লাশি চালিয়ে সেখানে তাকে পাওয়া যায়নি।

এদিকে ফেসবুকে লাইভে এসে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। উপ-পরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ সিলেটের জালালাবাদ থানায় মামলাটি দায়ের করেন।


ভোরের আলো/ভিঅ/১৭/২০২০