সিঙ্গাপুরে করোনা আক্রান্ত আরও এক বাংলাদেশি

সিঙ্গাপুরে করোনা আক্রান্ত আরও এক বাংলাদেশি

সিঙ্গাপুরে আরও এক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।  খবর স্ট্রেইট টাইমসের

শনিবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে নতুন করে আরও পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আক্রান্ত এক বাংলাদেশি। নতুন আক্রান্তদের কেউ সম্পতি চীন ভ্রমণে যাননি। সবমিলিয়ে সিঙ্গাপুরে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২ জনে।

আগের ৪ জনের মতো এবারও আক্রান্ত বাংলাদেশির নাম প্রকাশ করা হয়। সিঙ্গাপুরের ৬৯ নম্বর করোনাভাইরাস আক্রান্ত রোগী হিসেবে চিহ্নিত করা ওই বাংলাদেশি সম্পর্কে বলা হয়েছে, তার বয়স ২৬ বছর। সিঙ্গাপুরে ওয়ার্ক পাস নিয়ে কর্মরত। তিনি কোনোদিন চীনে যাননি। তবে একটি কনস্ট্রাকশন সাইটে তিনি কাজ করতেন।