সিরাজগঞ্জে বজ্রপাতে মৃত্যু ৮, আহত ১০

সিরাজগঞ্জে বজ্রপাতে মৃত্যু ৮, আহত ১০

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে ফসলের ক্ষেতে বজ্রপাতে ৮ জন মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হন  অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ৪ টার সময় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চক্রোশী ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, ২০-২৫ জন কৃষক ও মজুর রোপা আমনের ক্ষেত নিড়ানোর সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যু হয়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহতদের উল্লাপাড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।