সিলেটের সুরমা ও কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
শনিবার সিলেটের জকিগঞ্জে বন্যাকবলিত এলাকা ও নদীভাঙন পরিদর্শনে গিয়ে তিনি জেলা প্রশাসনকে এ নির্দেশ দেন।
এ সময় নদী ভাঙনরোধে সুরমা-কুশিয়ারা খনন করে বাঁধ উঁচু করার সরকারি সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, সিলেট জোনের প্রধান প্রকৌশলী মো. নিজামুল হক, সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মশিউর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী প্রমুখ