সুইচ ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার পেলে পুলিশকে ৫০০ কোটি টাকা

সুইচ ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার পেলে পুলিশকে ৫০০ কোটি টাকা

সুইচ ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার ফেরত পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেয়ার পাশাপাশি পুলিশকে ৫শত কোটি টাকা দেয়ার কথা জানিয়েছেন আলোচিত ধনকুবের মুসা বিন শমসের (প্রিন্স মুসা)। এছাড়া দুদকের ভবনও করে দিতে চেয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে ডিবি কার্যালয়ে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ শেষে এ কথা জানান ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার হারুন-অর-রশীদ। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, কাদেরের প্রতারণার বিষয়ে কিছু জানেন না। একজন নাইন পাস লোককে আপনি না বুঝে কীভাবে নিয়োগ দিলেন এবং তার থেকে ১০ কোটি টাকা নিয়ে কীভাবে লাভসহ ২০ কোটি টাকার চেক দিলেন? এছাড়া মুসা সাহেব কাদেরের সম্পর্কে বেশি জানেন না বললেও আমরা তার সাথে কাদেরের অজস্র কথপোকথন পেয়েছি।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন, তার সুইচ ব্যাংকে আটকে থাকা ৮২ মিলিয়ন ডলার পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দিবে। এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবন করে দিতে চেয়েছেন।