সোশ্যাল মিডিয়াকে গণতন্ত্রের জন্য হুমকি: এরদোয়ান

সোশ্যাল মিডিয়াকে গণতন্ত্রের জন্য হুমকি: এরদোয়ান

সোশ্যাল মিডিয়াকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। শনিবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্য এবিসি নিউজ।

এরদোয়ান বলেন, সোশ্যাল মিডিয়া যখন প্রথম আসে তখন এটিকে স্বাধীনতার প্রতীক হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু এখন এটি গণতন্ত্রের জন্য একটি প্রধান হুমকিতে পরিণত হয়েছে।

এবিসি নিউজের খবরে বলা হয়েছে, অনলাইনে ভুয়া খবর ও বিভ্রান্তি ছড়ানোকে অপরাধ হিসেবে আখ্যায়িত করে আইন প্রণয়নের পরিকল্পনা করছে এরদোয়ান সরকার। তবে সমালোচকরা বলছেন, সরকারের পরিকল্পনা বাকস্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের শামিল।

শনিবার এরদোয়ান বলেন, তার সরকার মিথ্যা ও বিভ্রান্তির বিরুদ্ধে নাগরিকদের, বিশেষ করে সমাজের দুর্বল অংশগুলোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে। সরকার মানুষের সঠিক ও নিরপেক্ষ তথ্য পাওয়ার অধিকার লঙ্ঘন করতে চায় না।