সৌদি আরবে রোজা শুরু শনিবার

সৌদি আরবে রোজা শুরু শনিবার

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল শনিবার থেকে দেশটিতে রোজা শুরু হচ্ছে। গালফ নিউজ ও আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। শুক্রবার এ সংক্রান্ত ঘোষণা দিয়েছে সৌদি সুপ্রিম কোর্ট।

২০১৯ সালের পর এই প্রথম সৌদি আরবে করোনা ভাইরাসের বিধিনিষেধ ছাড়াই রমজান পালন করা হবে।

সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট দুটি পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবের সকল নাগরিক ও অধিবাসী এবং সকল মুসলমানকে পবিত্র মাসে অভিনন্দন জানিয়েছে।