হার দিয়ে বিশ্বকাপ শুরু সালমাদের

নারী টি-২০ বিশ্বকাপে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৮ রানে পরাজয় দেখল সালমা বাহিনীরা।
এর আগে, ভারতে দেয়া ১৪৩ রানের টার্গেটে খেলতে নেমে ভালো শুরু করতে পারেনি দলের দুই ওপেনার। শুরুতে ভারতীয় বোলার পান্ডিয়ার বলে ডিবি শর্মা হাতের ক্যাচি প্যাভিলিয়নে ফেরেন শামীমা সুলতানা। এরপর অবশ্য আরেক ওপেনার মুরশিদা খাতুন ও সানজিদা ইসলাম পাওয়ার ফ্লে'তে ৩৩ রানে তোলেন। ৩০ রান করে উঠিয়ে মারতে গিয়ে রেডি বলে আউট হন মুরশিদা।
তার বিদায়ে ক্রিজে আসেন নিগার সুলতানা। খেলেন ২৬ রানের ৩৫ রানের ইনিংস। আর শেষ দিকে আর কোন ব্যাটসম্যান বড় স্কোর করতে না পারায় ১৮ রানে হারতে হয় সালমাদের। ভারতের হয়ে ৩২ রানে ৪ উইকেট নেন ডিবি শর্মা। পুনম ইয়াদভ নেন ১৮ রানে ৩ উইকেট।
স্কোর:
বাংলাদেশ ১২৪/৮ (ওভার: ২০)
মুরশিদা খাতুন ৩০, সানজিদা ইসলাম ১০, নিগার সুলতানা ৩৫; ডিবি শর্মা ৩২/৪, পুনম ইয়াদভ ১৮/৩।
ভারত: ১৪২/৬ (ওভার: ২০)
ভাটিয়া ২, শেফালি বার্মা ৩৯, রদ্রিগেজ ৩৪, কৃজ্ঞমূর্তি ২০*; সালমা খাতুন ২/২৫, পান্না ঘোষ ৪/২৫২।
ফল: ভারত ১৮ রানে জয়ী।