হিজলা ও গৌরনদীতে নির্বাচনী সহিংসতায় ১৫জন আহত

বরিশাল জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। অপরদিকে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন।
রোববার দুপুরে পৃথক ওই সংঘর্ষের ঘটনা ঘটে। হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী অলিউদ্দিন তালুকদার বলেন, ছাত্রলীগ-যুবলীগের একদল কর্মী গতকাল রবিবার দুপুরে নৌকার প্রচারণা চালাতে ইন্দুরিয়া গ্রামে যায়। এ সময় স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাসির উদ্দিনের লোকজন ছাত্রলীগ-যুবলীগের কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন কর্মী-সমর্থক আহত হয়। এদের মধ্যে এতে গুরুতর আহত রাফিক বাঘা (২৮) ও রাসেল গাজীকে (৩০) হিজলা উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতরা সকলে নৌকা প্রতীকের সমর্থক বলে জানিয়েছেন আওয়ামী লীগের অলিউদ্দিন তালুকদার।
স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, গত শনিবার রাতে নৌকার সমর্থকরা তার (নাসির) নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে ও কয়েকজন কর্মীকে মারধর করে। গতকাল রোববার কর্মীরা ফের ওই পোষ্টার লাগাতে গেলে আওয়ামী লীগের কর্মীরা তাদের উপর হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে নৌকার সমর্থকরা ঘোড়া প্রতীকের কয়েকটি নির্বাচনী অফিস ভাঙচুর করে। রফিক বাঘা মোটর সাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয় বলে দাবি করেন নাসির উদ্দিন।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, মেমানিয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। তবে কোন হামলাকারীকে আটক করতে পারেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যব¯’া নেয়া হবে।
এদিকে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আরজালী সরদার ও তার প্রতিদ্বন্দ্বী গিয়াস মৃধার সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৫জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খাঞ্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী গিয়াস মৃধার মহিলা কর্মীরা গতকাল রোববার দুপুর দেড়টার দিকে ব্রাহ্মনগাঁও গ্রামে গণসংযোগে যায়। এ সময় প্রতিদ্বন্দ্বী আরজালী সরদারের কর্মীরা ওই মহিলা কর্মীদের উপর হামলা করে। এতে ৫ নারী কর্মী আহত হয়।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, খাঞ্জাপুরে হামলার একটি লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যব¯’া নেয়া হবে।